সাকিব-মুস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তায় লঙ্কানরা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-10-2021

সাকিব-মুস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তায় লঙ্কানরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

আইপিএলে খেলার কারণে শারজাহর আচরণ বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের কাছে বেশ সহজবোধ্য। লঙ্কান দলের মূল টার্গেট তাই বাংলাদেশের এই দুই ক্রিকেটারই। সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা অকপটেই বলেছেন, ভালো লড়াই হতে পারে ম্যাচে। স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারেন। বাংলাদেশ দলেরর সাকিব-মুস্তাফিজকেই নিজেদের জন্য হুমকি মনে করছেন তিনি।

গতকাল সংবাদ সম্মেলনে শানাকা বলেছেন, ‘ফাস্ট বোলারদের চেয়ে স্পিনাররা বাড়তি কিছু সুবিধা পেতে পারে। আইপিএলের ম্যাচগুলোতে এই ভেন্যু ব্যবহার করা হয়েছে। ম্যাচকে নিয়ে ভালো পরিকল্পনাই সাজিয়ে রেখেছি। বিশেষভাবে ফিজ এবং সাকিবকে নিয়ে আমরা ভাবছি। অন্য যে স্পিনাররা আছে তাদের কথাও ভুলে গেলে চলবে না। তবে আমাদের ভালো পরিকল্পনা আছে। আশা করছি, কাল ভালো একটি ম্যাচ হবে।’

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা