২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনবে সৌদি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-10-2021

২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনবে সৌদি

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান গতকাল শনিবার ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন। দেশটির রাজধানী রিয়াদে গ্রিন ইনিশিয়েটিভ ফোরামে দেওয়া বক্তব্যে এ কথা জানান তিনি। 

২০৩০ সালের মধ্যে ৪৫০ মিলিয়ন গাছ লাগানো ও ৮ মিলিয়ন অনুর্বর জমিকে চাষযোগ্য করে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রিন্স সালমান। তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ২৭৮ মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমাবে সৌদি আরব। এভাবে ধীরে ধীরে কার্বন নিঃসরণ কমানোর মধ্যদিয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে দেশটি।

এছাড়াও কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি বৈশ্বিক মিথেন নিঃসরণ কমিয়ে আনার ব্যাপারে অবদান রাখতে ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ মিথেন নিঃসরণ কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব।

এদিকে, স্থলজ, সামুদ্রিক এবং উপকূলীয় পরিবেশের সুরক্ষাকে আরও জোরদার করতে সৌদি আরব গ্লোবাল ওশান অ্যালায়েন্সে যোগদান করেছে বলে জানিয়েছেন প্রিন্স সালমান। স্থলজ, সামুদ্রিক এবং উপকূলীয় পরিবেশের সুরক্ষায় ওশান এক্সপ্লোরেশন ফাউন্ডেশন গঠন করা ছাড়াও নানা পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা