পাকিস্তানের বিপক্ষে সতর্ক কোহলি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-10-2021

পাকিস্তানের বিপক্ষে সতর্ক কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। গোটা ক্রিকেটবিশ্বই তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। নিঃসন্দেহে প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এটা। খাতায়-কলমে এগিয়ে রয়েছে ভারতই। রেকর্ডও তাদের দিকেই। কিন্তু রবিবারের ম্যাচের আগে এ সব নিয়ে ভাবতে রাজি হলেন না কোহলি। জানালেন, টি-টোয়েন্টি ম্যাচে যে কোনও ফলাফলই হতে পারে।

শনিবার সাংবাদিক বৈঠকে কোহলি বলেছেন, “এ ধরনের ম্যাচের আগে নিজেদের ভাবনাচিন্তা স্বচ্ছ রাখা দরকার। আধুনিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে একটা বলেই খেলা বদলে যেতে পারে। আমরা কিছু দিন আগেই আইপিএল খেলে এসেছি। তাই অনেক আত্মবিশ্বাসী হয়ে পরিকল্পনা করতে পারব। নিজেদের স্বচ্ছ পরিকল্পনা থাকা প্রয়োজন।”

ভারতের বোলিং আক্রমণ নিয়েও কথা বলেছেন কোহলি। তাঁর মন্তব্য, “সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই আমরা প্রতিটি ম্যাচে খেলতে নামব। দল হিসেবে আমাদের কী কাজ সেটা প্রত্যেকেই জানি। ততদিন পর্যন্ত আমরা আত্মবিশ্বাসী হয়েই নামব। আমাদের হাতে ভাল বোলার রয়েছে, অনেক ম্যাচেও আমরা জিতেছি।”

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা