যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের পাশে পার্টিতে বন্দুকধারীর হামলা, হতাহত ৮


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-10-2021

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের পাশে পার্টিতে বন্দুকধারীর হামলা, হতাহত ৮

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে এক পার্টিতে বন্দুকধারী হামলা চালিয়েছেন। এতে একজন নিহত ও  সাতজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৩ অক্টোবর) হামলা চালানো হয়। খবর এবিসি নিউজের।

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) ঘটনাটির তদন্ত করছে। পুলিশ জানায়, বন্দুকধারীর হামলায় আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন।

জিবিআই জানিয়েছে, ‌নিহত ওই ব্যক্তি ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী নন। আহত সাতজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা