প্রশান্ত মহাসাগরে রাশিয়া-চীনের যৌথ টহল


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-10-2021

প্রশান্ত মহাসাগরে রাশিয়া-চীনের যৌথ টহল

প্রশান্ত মহাসাগরে যৌথ টহল সম্পন্ন করেছে রাশিয়া এবং চীন। প্রথমবারের মতো এই অঞ্চলে একসঙ্গে টহল দিলো এই দুই পরাশক্তি। গত ১৭ অক্টোবর শুরু হয়ে শনিবার (২৩ অক্টোবর) শেষ হয় এ কার্যক্রম। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো এবং বেইজিং অক্টোবরের শুরুতে জাপান সাগরে নৌ-সহযোগিতামূলক মহড়ার আয়োজন করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে ঘনিষ্ঠ সামরিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে তাদের মধ্যে। একইসময়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়া ও চীনের সম্পর্ক শুধু খারাপই হয়েছে।

  রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজের দলটি প্যাট্রোলের অংশ হিসাবে প্রথমবারের মতো সুগারু প্রণালী দিয়ে গিয়েছিল। রাশিয়ান ও চীনা রাষ্ট্রীয় পতাকা প্রদর্শন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দুই দেশের সামুদ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়গুলো এসেছে টহলের সময়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা