সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-10-2021

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ এবং সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে গণ অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আজ শনিবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শহরের কালীবাড়ি প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে।

অনশন চলাকালে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট ক্ষিতীশ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আজিজুল হক। কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা সম্প্রীতি ফোরামের আহ্বায়ক নারায়ণ দত্ত প্রদীপ, কিশোরগঞ্জ জেলা সম্প্রীতি ফোরামের সদস্য সচিব সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতির সাবেক আহ্বায়ক মানিক রঞ্জন দে, জেলা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্রা সরকার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, কিশোরগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দেবনাথ, সদর উপজেলার যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, বাজিতপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বেনু কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানে কিশোরগঞ্জ ইসকনের সহকারী পরিচালক সতীশ চন্দ্র ঘোষ উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব কুমার সরকার।

বেলা ১২ টায় অনশনকারীদের শরবত পান করিয়ে অনশন ভাঙান জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আজিজুল হক। অনশন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা