‘১৩৫ দিন মেয়েকে দেখি না’, বিশ্বকাপ ছাড়লেন লঙ্কান পরামর্শক জয়াবর্ধনে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-10-2021

‘১৩৫ দিন মেয়েকে দেখি না’, বিশ্বকাপ ছাড়লেন লঙ্কান পরামর্শক জয়াবর্ধনে

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কান দলের পরামর্শক হিসেবে সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে নিয়োগ দিয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। কিন্তু মাঝপথে এসেই দায়িত্ব ছাড়লেন জয়াবর্ধনে। দেশে ফিরে যাচ্ছেন তিনি।

দেশে ফেরার বিষয়ে শ্রীলঙ্কার সংবাদমাধ্যমকে জয়বর্ধনে বলেছেন, ‘গত জুন মাস থেকে জৈব সুরক্ষা বলয় ও কোয়ারেন্টাইনে আছি। আর থাকতে পারছি না। আমি দলকে আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি। তারা আমার কথা বুঝতে পেরেছে। ১৩৫ দিন ধরে আমি মেয়ের মুখ দেখিনি। একজন বাবার পক্ষে এভাবে থাকা খুব কঠিন। তাই আমি দেশে ফিরছি।’

জয়বর্ধনে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে দারুণ সফল। কিন্তু এবারের আইপিএল শেষ হওয়ার পরও দেশে ফিরতে পারেননি তিনি। জাতীয় দলের পরামর্শদাতা হিসেবে চলে যান সংযুক্ত আরব আমিরাতে। এরপর টি-২০ বিশ্বকাপ দলের পরামর্শক হিসেবে ওমানে যান।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা