১১ বছর পর দেশে ফিরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-10-2021

১১ বছর পর দেশে ফিরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাকির হোসেন ওরফে গালকাটা জাকিরকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। নারায়ণগঞ্জ সদর থানার মন্ডলপাড়া এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি নারায়ণগঞ্জ সদর থানার নয়াপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।

শনিবার দুপুরে র‌্যাব-১১’র উপ-অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামির বিরূদ্ধে ১৯৯৮ সালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১টি চুরি মামলা রুজু হয়। এরপর থেকেই সে কৌশলে গা-ঢাকা দিয়ে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায়। পরবর্তীতে পলাতক থাকা অবস্থায় মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এক পর্যায়ে সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেন ওরফে গালকাটা জাকির ২০০৯ সালে দেশ ছেড়ে পালিয়ে প্রবাসে (দুবাই) পাড়ি জমায়। 

দীর্ঘ প্রবাস জীবন শেষে সে ২০২০ সালে কৌশলে দেশে ফিরে আসে এবং তার নিজ এলাকায় গোপনে বসবাস করতে থাকে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে র‌্যাব।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা