টাইগারদের বিপক্ষে ম্যাচের আগে লঙ্কান দলে দুঃসংবাদ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-10-2021

টাইগারদের বিপক্ষে ম্যাচের আগে লঙ্কান দলে দুঃসংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশের খেলা শুরু হচ্ছে আগামীকাল রবিবার। এদিন বিকাল ৪টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন টাইগাররা। 

তবে এই ম্যাচের আগে লঙ্কান দলে এলো দুঃসংবাদ। গতকাল শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে চোট পান লঙ্কান দলের ‌‘রহস্য স্পিনার’ হিসেবে পরিচিতি পাওয়া মহীশ থিকশানা। ফলে ম্যাচের বাকি সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়। ওই ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারায় শ্রীলঙ্কা।

লঙ্কান দলের পক্ষ থেকে জানানো হয়েছে, থিকশানা পিঠের এক পাশের পেশিতে চোট পেয়েছেন। এই অফ স্পিনারকে নিয়ে শ্রীলঙ্কা কোনো ধরনের ঝুঁকি নেবে না। মিডল অর্ডার ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষে বলেছেন, ‘আমাদের ফিজিও জানিয়েছেন যে, খুব সম্ভবত পরের ম্যাচের জন্য তাকে বিবেচনা করা হবে না। আমরা এক ম্যাচ খেলিয়ে গোটা টুর্নামেন্টের জন্য তাকে হারাতে চাই না। এ মুহূর্তে আমি এটুকুই বলতে পারি, বাংলাদেশের বিপক্ষে সে খেলছে না। যদিও শতভাগ নিশ্চিত করে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু খুব সম্ভবত সে এই ম্যাচে থাকবে না এবং পরবর্তী ম্যাচগুলো থেকে আবার মাঠে নামবে।’

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা