বাংলাদেশ দারুণ কিছু করবে: শাকিব


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-10-2021

বাংলাদেশ দারুণ কিছু করবে: শাকিব

বাংলাদেশের খেলা মানেই ভক্তদের কাছে বিশেষ কিছু। তারকারাও এর বাইরে নন। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটি খেলায় থাকে তাদের চোখ। থাকে বাড়তি উন্মাদনা। শত ব্যস্ততার মাঝেও নিজেদের অনুভূতিগুলোও তারা প্রকাশ করেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ধারাবাহিকতায় এরইমধ্যে তারকারা নিজেদের প্রত্যাশার কথাগুলো বলতে শুরু করেছেন। এই তালিকায় এবার যুক্ত হলেন সুপারস্টার শাকিব খান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘কিছুদিন আগে তিনটি সিরিজে টানা জয় পেয়েছে বাংলাদেশ। এছাড়া বাছাই পর্বের সূচনা একটু খারাপ হলেও পরের ম্যাচেই চমকে দিয়েছে তারা। নিজেদের সামর্থের প্রমাণ দিয়েই সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। আশা করছি, এই ধারাবাহিকতা বজায় থাকলে এবারের বিশ্বকাপে দারুণ কিছু করতে পারবে বাংলাদেশ।’

উল্লেখ্য, আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের পর্দা উঠছে। কাল প্রথম দিন মাঠে নামবে টাইগাররা। এদিকে ‘গলুই’ ছবির শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন শাকিব। এস এ হক অলিকের পরিচালনায় সরকারি অনুদানের ছবিতে প্রথমবার অভিনয় করছেন তিনি। এতে শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয়

জামালপুরে শুরু হওয়া ছবিটির শুটিং প্রায় শেষদিকে। এমন ব্যস্ততার মাঝে বাংলাদেশের খেলা দেখার সময় হবে কি-না?—এমন প্রশ্নে শাকিব খান বলেন, ‘আমি সাধারণত বাংলাদেশের কোনো খেলা মিস করি না। তবে এবার দুর্গম এলাকায় শুটিং চলার কারণে হয়তো স্ক্রিনে খেলা দেখার সুযোগ হবে না। তবে অনলাইনে নিয়মিত খোঁজ রাখবো।’

এছাড়া গলুই ছবিটির বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এরইমধ্যে বেশিরভাগ অংশের শুটিং শেষ হয়েছে। আমরা একটানা শুটিং করছি। আর ছবিটিতে আমি একেবারেই যে ভিন্ন লুকে হাজির হচ্ছি সেটা সবাই জানেন। আশা করছি ক্যারিয়ারে আরো একটি সফল কাজ যুক্ত হতে যাচ্ছে। দর্শকরা দারুণ অনুভূতি নিয়ে হল থেকে ফিরতে পারবেন।’

উল্লেখ্য, ছবিটিতে শাকিব খান-পূজা চেরি ছাড়া আরো অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে।

করছেন চিত্রনায়িকা পূজা চেরি।  


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা