ফেনীতে সনাতন সম্প্রদায়ের অনশন ও বিক্ষোভ সমাবেশ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-10-2021

ফেনীতে সনাতন সম্প্রদায়ের অনশন ও বিক্ষোভ সমাবেশ

সারাদেশে সনাতন ধর্মালম্বীদের মন্দির ভাংচুর, দোকানপাটে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে ফেনীতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অনশন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর ৭টা থেকে ফেনীর সনাতনী সম্প্রদায়ের লোকজন অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করে।

এসময় সারাদেশে সনাতন ধর্মালম্বীদের মন্দির ভাংচুর, দোকানপাটে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদ জানান তারা। অবিলম্বে দোষীদের গ্রেফতারসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান সরকারের প্রতি। 

অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক লিটন সাহা জন্মাষ্টমী পরিষদের সভাপতি এ্যাডভোকেট রশিক শেখর ভৌমিকসহ ফেনী জেলার সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা