সড়কে নবজাতকের ক্ষত-বিক্ষত লাশ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-10-2021

সড়কে নবজাতকের ক্ষত-বিক্ষত লাশ

বাগেরহাটে আজ শনিবার সকালে এক নবজাতকের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। দশানী-গিলাতলা সড়কের সদর উপজলার কাড়াপাড়া আশ্রমের মাঠ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

কাড়াপাড়া হাইস্কুল মসজিদের ইমাম মোশাররফ হাওলাদার জানান, শনিবার ভোরে সড়কে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দিই। মৃত বাচ্চাটির চোখ-মুখ কুকুরে বা অন্য কিছুতে ক্ষত-বিক্ষত করেছে। সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে রাতের কোনো একসময় কেউ রাস্তায় ফেলে গেছে।

বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি কেউ হয়ত অবৈধ গর্ভপাত করে নবজাতকটিকে সড়কে ফেলে দিয়েছে। নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা