হাঁটছিলেন বাগানে, বিমান থেকে মাথায় পড়ল বর্জ্য!


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-10-2021

হাঁটছিলেন বাগানে, বিমান থেকে মাথায় পড়ল বর্জ্য!

বিপদ যে এ রকম আকাশ থেকে নামবে, তা ছিল ধারণার বাইরে। বাড়ির বাগানে ঘুরাফেরা করছিলেন এক ব্যক্তি। তখনই নেমে এল বিপদ।মাথায় পড়ল মানুষের মলমূত্র। এখানেই শেষ নয়, বাগানে ছড়িয়ে পড়ল সেই বর্জ্য। সুন্দর বাগান নিমেষে পরিণত হল শৌচালয়ে। এই ঘটনা ঘটেছে ব্রিটেনে।

তবে ঘটনাটি সাম্প্রতিক নয়। কয়েক মাস আগের। সম্প্রতি উইন্ডসরের স্থানীয় কাউন্সিলর ক্যারেন ডেভিস বিমান সংস্থাকে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। জানা গেছে, বিমানে বর্জ্যের ট্যাঙ্ক কোনও কারণে লিক হয়ে যায়। সেখান থেকেই মলমূত্র এসে পড়েছিল ওই ব্যক্তির গায়ে ও বাড়ির বাগানে। স্থানীয় কাউন্সিলর ডেভিসের কথায়, এটা সত্যিই খুব খারাপ অভিজ্ঞতা।

কোন সংস্থার বিমান থেকে এ রকম ঘটনা হয়েছে, জানা যায়নি। তবে জানা গেছে, প্রথমে ওই সংস্থা মানতে চায়নি। পরে বিমানের ট্র্যাকিং অ্যাপ্লিকেশন থেকেই সময় মিলিয়ে দেখে নেওয়া হয়, ঘটনার সময় কোন বিমান ওই অঞ্চল দিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত বিমানসংস্থা মানতে বাধ্য হয়, যে এই ঘটনা তাদের বিমান থেকেই ঘটেছে।

সূত্র- রিপাবলিকওয়ার্ল্ড। 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা