ট্রেকিংয়ে গিয়ে তুষার ধস, মৃতের সংখ্যা বেড়ে ১১


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-10-2021

ট্রেকিংয়ে গিয়ে তুষার ধস, মৃতের সংখ্যা বেড়ে ১১

সম্প্রতি ভারতের উত্তরাখণ্ডের কুমায়ূন রেঞ্জে ১৭ হাজার ফুট উচ্চতায় ট্রেকিংয়ে গিয়ে তুষার ধসের কবলে পড়ে ১৭ জনের একটি দল। তুষার ধসে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ টিম এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহগুলো।

লামখাগা পাস উত্তরাখণ্ডের দুর্গম একটি এলাকা। এই পাস পেরিয়ে উত্তরাখণ্ডের হারসিল জেলা থেকে যাওয়া যায় হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায়। সেখানেই ট্রেকিংয়ে যান তারা। তুষারধসের কারণে গত ১৮ অক্টোবর পথ হারিয়ে ফেলেন এই ট্র্যাকাররা। পরে নিখোঁজের খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।  

এদিকে, হিমাচল প্রশাসন জানিয়েছে, বৈরি আবহাওয়া ও প্রবল তুষারপাতের কারণে লাহুল-স্পিতি জেলার বাতালে আটকে পড়েছেন অন্তত ৮০ জন পর্যটক। গাম্ফু-কাজা সড়ক বন্ধ হয়ে যাওয়ায় গত ১৭ অক্টোবর থেকে বাতালের ওই অঞ্চলে আটকে পড়েন তারা। তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে জেলা প্রশাসনের দ্বারস্থ হন স্বজনরা আর তখনই বিষয়টি নজরে আসে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা