নামিবিয়ার বিশ্বকাপ মিশনে নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার!


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-10-2021

নামিবিয়ার বিশ্বকাপ মিশনে নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার!

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে খেলেছেন, এবার খেলছেন নামিবিয়ার জাতীয় দলে। টি২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে উঠে গেছে নামিবিয়া। বিশ্বকাপে নামিবিয়ার এই ঈর্ষণীয় সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সাবেক ক্রিকেটার ডেভিড ওয়াইজ। নামিবিয়ার ক্রিকেট ভক্তদের কাছে রীতিমতো হিরো বনে গেছেন তিনি।

২০১৭ সালের জানুয়ারিতে সাসেক্সের সঙ্গে কলপ্যাক চুক্তিতে জড়ানোয় ডেভিড ওয়াইজকে দল থেকে বাদ দেয় দক্ষিণ আফ্রিকা। এতে জাতীয় ক্রিকেট জীবনে ছেদ পড়ে তার। তবে চলতি বছরে আবারও তিনি জাতীয় ক্রিকেটে সরব হয়েছেন। তবে সেটা দক্ষিণ আফ্রিকার হয়ে নয়, নামিবিয়ার!

ডেভিডের বাবার জন্ম নামিবিয়ায়। সেই সূত্রে ধরে, এবার ডেভিড ওয়াইজ সুযোগ পেয়ে গেছেন নামিবিয়ার জাতীয় দলে। চলতি বছরের আগস্টে নামিবিয়ার হেড কোচ পিয়েরে ডি ব্রুইনা ঘোষণা দেন, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার দলের হয়ে খেলবেন ওয়াইজ।

টি২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে চার ওভার বোলিং করে ৩২ রান দিয়ে নিয়েছিলেন ১টি উইকেট। ব্যাট হাতে ৪০ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। দল জয় পেয়েছে ৬ উইকেট। আইসিসি টুর্নামেন্টে এটিই নামিবিয়ার প্রথম জয়। 

নেদারল্যান্ডসকে হারানোর পর আয়ারল্যান্ডের বিপক্ষে চার ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট তো নিয়েছেন ডেভিড ওয়াইজ, শেষ ওভারে নিজের বোলিংয়ে নিজেই করেছেন দুর্দান্ত এক রানআউট। ব্যাট হাতে করেছেন ২৮ রান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা