‘সাড়ে তিন লাখ শিক্ষার্থী পাচ্ছে স্কুলভিত্তিক স্বাস্থ্যসেবা’


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-10-2021

‘সাড়ে তিন লাখ শিক্ষার্থী পাচ্ছে স্কুলভিত্তিক স্বাস্থ্যসেবা’

‘মুজিববর্ষে স্বাস্থ্যখাত, এগিয়ে যাবে অনেক ধাপ’ এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে এবার স্কুলভিত্তিক স্বাস্থ্য সেবা পাবে লক্ষ্মীপুর জেলার সাড়ে তিন লাখ শিক্ষার্থী। শিক্ষার পাশাপাশি মানসিক ও শারীরিকভাবে বেড়ে উঠতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা আগামী তিন মাসের মধ্যে স্কুল হেলথ কার্ডের মাধ্যমে এ সেবা পাবেন। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে হেলথ কার্ড' বিতরণ ও স্ক্রিনিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেনের সভাপতিত্বে আরো ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. আশফাকুর রহমান মামুন প্রমুখ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা