সাজঘরে ফিরলেন সাকিবও


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-10-2021

সাজঘরে ফিরলেন সাকিবও

দলের ১০১ ও নিজের ৪৬ রান করার পর সাজঘরে ফিরলেন সাকিব আল হাসানও। এর আগে বাজে শর্ট খেলে ফিরেন মুশফিকুর রহিম। ৮ বলে ৫ রান করেন তিনি। তার আগে দলীয় ৭২ রানে ফেরেন লিটন দাস। আউট হওয়ার আগে লিটন ২৩ বলে ২৯ রান করেন।

আর ইনিংসের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন আগের ম্যাচে ৬৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলা ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

৭.১ ওভারে ২৩ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রান করে ফেরেন লিটন দাস। ১০.২ ওভারে দলীয় ৭২ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুশফিক। 

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগাররা। এদিন একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামে বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার মাসকটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে আজও জয়ের বিকল্প নেই বাংলাদেশের। টুর্নামেন্টের বাছাই পর্বে নিজেদের প্রথম খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনিত হয় টাইগাররা। 

দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। সুপার ১২তে খেলতে হলে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি স্কটল্যান্ড-ওমানের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে মাহমুদউল্লাহ রিয়াদদের। 

রাত ৮টার ম্যাচে যদি স্কটল্যান্ড জিতে যায় তাহলে সুপার ১২তে স্কটল্যান্ডের সঙ্গে বি গ্রুপ থেকে উঠবে বাংলাদেশ। আর যদি ওমান জিতে যায় তাহলে কপাল পুড়বে বাংলাদেশ দলের। বিশ্বকাপের মূল পর্বের আগেই দেশে ফিরতে হবে সাকিব-মাহমুদউল্লাহদের।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা