১৯৮২ সালে যেভাবে পাপুয়া নিউগিনির কাছে হেরেছিল বাংলাদেশ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-10-2021

১৯৮২ সালে যেভাবে পাপুয়া নিউগিনির কাছে হেরেছিল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ অত্যন্ত দুর্বল হলেও বাংলাদেশের পারফর্মেন্সে অধারাবাহিকতার কারণে জেগেছে শঙ্কা। মাসকাটের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাপুয়া নিগিনির বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

এর আগে পাপুয়া নিউগিনির কাছে একবার হারের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। ১৯৮২ সালে আইসিসি ট্রফির তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি। সেই ম্যাচে বাংলাদেশ হেরে যায় ৩ উইকেটে। এতে বাংলাদেশ চতূর্থ ও পাপুয়া নিউগিনি তৃতীয় স্থান অর্জন করেছিল।

১৯৮২ সালের ৯ জুলাই বার্মিংহামে বাংলাদেশের দেওয়া ২২৫ রানের টার্গেট ১৮ বল হাতে রেখেই টপকে গিয়েছিল পাপুয়া নিউগিনি। সেই ম্যাচটি কথা জানেন পাপুয়া নিউগিনির চার্লস। ম্যাচের আগে সেটিই মনে করে দিয়েছেন তিনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা