মার্কিন কংগ্রেসে ব্রিটিশ রাজবধূর খোলা চিঠি!


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-10-2021

মার্কিন কংগ্রেসে ব্রিটিশ রাজবধূর খোলা চিঠি!

যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চার্লস স্যুমারকে খোলা চিঠি লিখেছেন ব্রিটিশ রাজবধূ ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেল। চিঠিতে সন্তানের জন্মের পর বেতনসহ পারিবারিক ছুটি জাতীয় অধিকার করা উচিত বলে উল্লেখ করেছেন মেগান। বর্তমানে এই ইস্যুতে মার্কিন কংগ্রেসে বিতর্ক চলছে।

স্থানীয় সময় গতকাল বুধবার লেখা ওই চিঠিতে মেগান বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের নির্বাচিত কর্মকর্তা নই। কোনো রাজনীতিবিদও নই। আমি অন্যদের মতোই এখানকার একজন নাগরিক এবং সন্তানের মা।’ তিনি আরো লেখেন, সন্তানের জন্মের পর অন্য সব মা-বাবার মতোই তারাও আনন্দিত। পরিবারে নতুন সদস্য আগমনের পর তাদের কাজে ফিরতে হয়নি। কিন্তু খুব কম মা-বাবাই এই সুযোগ পান। যারা পান না, তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। কংগ্রেসে পাঠানো চিঠিতে একজন মা হিসেবে সন্তান জন্মের পর বেতনসহ ছুটির পক্ষে কথা বলেন মেগান। 

উল্লেখ্য, ২০ সপ্তাহ আগে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের দ্বিতীয় কন্যা লিলিবেটের জন্ম হয়। এ ছাড়া আর্চি নামের তার দুই বছর বয়সি আরেকটি সন্তান রয়েছে।

সূত্র: রয়টার্স, এনডিটিভি। 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা