ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-08-2021

ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত মুনসুর আলীকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ চার মাস পর শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ কোট পাড়া এলাকা থেকে তাকে আটক করে।

শনিবার দুপুরে অভিযুক্তকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়। জানা যায়,গত ২২ মার্চ ওই গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধা তার পাশে নদীতে গোসল করতে যায়। এ সময় তাকে একা পেয়ে প্রতিবেশী চার সন্তানের জনক ওই ব্যক্তি জাপটে ধরে যৌন নিপীড়নের চেষ্টা করে। পরে ওই বৃদ্ধা বাড়িতে এসে তার স্বামীসহ পরিবারের লোকজনকে ঘটনাটি জানান। এদিকে স্ত্রীর উপর এরকম  ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারেননি বৃদ্ধার স্বামী নুরুল মুন্সি। ফলে তিনি এ ঘটনার পরে থেকে মানসিকভাবে ভেঙে পড়েন এক সপ্তাহের মধ্যেই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। এ খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়। পরে উলিপুর থানা পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেন।

এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। দীর্ঘ ৪ মাস পর গত শুক্রবার মুনসুর আলীর অবস্থান শনাক্ত করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় উলিপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের  উপপরিদর্শক  আব্দুর রাজ্জাক বলেন,ঘটনার পর থেকে মুনসুর আলী মুন্সীগঞ্জে আত্মগোপনে ছিলেন।সেখান থেকে অনুসন্ধান চালিয়ে তাকে আটক করা হয়।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা