প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে, যুবক গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-10-2021

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে, যুবক গ্রেফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাটে ডিজিটাল নিরাপত্তা আইনে রুবেল মিয়া প্রধান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার অভিযান চালিয়ে রুবেল মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। 

গ্রেফতার রুবেল মিয়া ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি এলাকার মৃত গোফফার প্রধানের ছেলে। 

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, রুবেল মিয়া গত ১৫ অক্টোবর তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে এবং ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়। ওই অভিযোগে বুধবার ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করে, যার মামলা নং-১০, তাং-২০-১০-২০২১ইং। ওই মামলায় বুধবারই অভিযান চালিয়ে রুবেল মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা