বাংলাদেশসহ ছয় দেশের অভিবাসীদের জন্য কাতারে নতুন নিয়মে কোয়ারেন্টাইন


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-08-2021

বাংলাদেশসহ ছয় দেশের অভিবাসীদের জন্য কাতারে নতুন নিয়মে কোয়ারেন্টাইন

করোনা মহামারির এসময়ে কাতার প্রবেশে বাংলাদেশসহ ছয় দেশের অভিবাসীদের জন্য কোয়ারেন্টাইন নীতি পরিবর্তন করা হয়েছে। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন ও শ্রীলঙ্কা।

২ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হবে। দোহার বাংলাদেশ দূতাবাস শনিবার (৩১ জুলাই) তাদের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, কাতারে আগমনের ক্ষেত্রে কোয়ারেন্টাইন নীতির পরিবর্তন করা হয়েছে। আগামী সোমবার (২ আগস্ট) দুপুর ১২টার পরে দোহায় আগত যাত্রীদের কাতারে অবস্থানের সময় দুই ডোজ টিকা নিয়েছেন এবং ১৪ দিন পার হয়েছে কিংবা কাতারে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে দুই দিনের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া অন্যান্য সব ক্ষেত্রে লাল তালিকাভুক্ত যেকোনো দেশ থেকে কাতার যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ১০ দিনের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা