দক্ষিণ আফ্রিকায় অনুমোদন পেলো না স্পুটনিক ভি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-10-2021

দক্ষিণ আফ্রিকায় অনুমোদন পেলো না স্পুটনিক ভি

দক্ষিণ আফ্রিকার সরকার এইচ আই ভি এইডস সংক্রমণের আশঙ্কায় রাশিয়ার টিকা স্পুটনিক ভি-কে অনুমোদন দিল না। দীর্ঘদিনের পর্যবেক্ষণের পর সোমবার এমন সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ‌

স্পুটনিক ভি টিকার ব্যবহার দক্ষিণ আফ্রিকায় বিশেষ করে পুরুষদের মধ্যে এইডস সংক্রমণ বৃদ্ধি করতে পারে বলে দাবি করেছে সাউথ আফ্রিকান হেলথ প্রডাক্ট রেগুলেটরী অথরিটি। যদিও দক্ষিণ আফ্রিকার সংস্থাটির এই দাবি মানতে নারাজ নির্মাতা রাশিয়ার সংস্থা গামালেয়া সেন্টার। দক্ষিণ আফ্রিকার এই সিদ্ধান্ত যে ভুল সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানানো হয়েছে রাশিয়ান সংস্থাটির পক্ষে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পক্ষ থেকেও এখনও পর্যন্ত সবুজ সংকেত পায়নি রাশিয়া নির্মিত টিকা স্পুটনিক ভি। উল্লেখ্য আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা একমাত্র দেশ যেখানে করোনা অতিমারি সর্বাধিক দেখা দিয়েছিল।‌ এমনকি এই দেশে এইডস রোগীর সংখ্যাও সর্বাধিক রয়েছে আফ্রিকা মহাদেশের মধ্যে। আগামী বছরের শুরুতেই চার কোটি দেশবাসীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে দক্ষিণ আফ্রিকা প্রশাসন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা