নোয়াখালীতে হামলার ফুটেজ দেখে আরও ৩ জনকে গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-10-2021

নোয়াখালীতে হামলার ফুটেজ দেখে আরও ৩ জনকে গ্রেফতার

নোয়াখালীর চৌমুহনী বাজার মন্দির হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে জেলায় দুর্গাপূজায় সহিংসতার ঘটনায় এ পর্যন্ত মোট ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এ খবর নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, চৌমুহনীর পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার ১৬ নং কাদিরপুর ইউনিয়নের আব্দুল মালেক পাটোয়ারীর ছেলে মো. ইলিয়াস (৩৫), ৭নং একলাশপুর ইউনিয়নের আবুল বাসারের ছেলে মো. মিজানুর রহমান (৩০) ও একই ইউনিয়নের মৃত আবদুল মমিনের ছেলে খলিলুর রহমান (৫৫)। খলিলুর রহমান মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা