এক হাতে দুর্দান্ত ক্যাচ স্কটল্যান্ডের রিচি ব্যারিংটনের


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-10-2021

এক হাতে দুর্দান্ত ক্যাচ স্কটল্যান্ডের রিচি ব্যারিংটনের

টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই একের পর এক চমক দেখা যাচ্ছে। কোনও ক্রিকেটার চার বলে চার উইকেট নিচ্ছেন, কোনও ক্রিকেটার আবার কয়েক দিন আগেই অন্য পেশায় জড়িয়ে ছিলেন, বিশ্বমঞ্চে এসেই ঝলক দেখাচ্ছেন। এরই মাঝে গত মঙ্গলবার (১৯ অক্টোবর) পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে এক হাতে ক্যাচ নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন স্কটল্যান্ডের রিচি ব্যারিংটন। 

তবে শুধু ফিল্ডিংয়ে নয়, ব্যাট হাতেও মুগ্ধ করেছেন স্কটিশ ক্রিকেটার রিচি। ৪৯ বলে ৭০ রান করেন ৩৪ বছরের রিচি ব্যারিংটন। সবে মাত্র প্রথম রাউন্ড চলছে তাতেই এত চমক। আরও চমকের অপেক্ষায় থাকবে ক্রিকেটপ্রেমীরা।

পাপুয়া নিউগিনির ইনিংস চলাকালীন ৫.৫ ওভারে জস ডেভির বলে ড্রাইভ মারতে গিয়ে সাইমন অ্যাটাই রিচি ব্যারিংটনের হাতে ক্যাচ দিয়ে বসেন। এক হাতে দুরন্ত ক্যাচ নেন ব্যারিংটন। তার ক্যাচ নেওয়ার ভিডিও পোস্ট করে আইসিসি ইন্সটাগ্রামে লেখে, রিচি ব্যারিংটন শুধু ব্যাট দিয়ে মুগ্ধ করে সন্তুষ্ট নন, তিনি আমাদের ফিল্ডিংয়েও মাস্টারক্লাস দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

পাপুয়া নিউগিনির বিরুদ্ধে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় স্কটল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তোলে স্কটরা। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগে অলআউট হয়ে যান আসাদ ভালারা। ১৭ রানে হেরে যায় পাপুয়া নিউ গিনি। প্রথম রাউন্ডের দুই ম্যাচে জিতে গ্রুপ‘বি’ এর শীর্ষে রয়েছে স্কটল্যান্ড। অন্যদিকে যোগ্যতা অর্জন পর্বের দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবলের সব থেকে নিচে রয়েছে পাপুয়া নিউগিনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা