বরিশালে শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ১৭ জনের মৃত্যু


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-08-2021

বরিশালে শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ১৭ জনের মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। 

তাদের মধ্যে ৬ জনের করোনা পজেটিভ ছিল। এ নিয়ে করোনা ওয়ার্ডে গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩১৮ জন করোনায় আক্রান্ত ছিলেন।

এর আগে জুলাই মাসে একদিনে সর্বাধিক ১৯ জন রোগীর মৃত্যু হয়েছিল করোনা ওয়ার্ডে। আজ রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন রেকর্ডসংখ্যক ৩৫৩ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার এক দিনের ব্যবধানে প্রায় অর্ধেক কমে ৩১ দশমিক ৪১ ভাগে নেমেছে।

হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে জানা যায়, রবিবার সকাল ৮টা পর্যন্ত  ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২১ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ১৬ জন পজেটিভসহ ৫১ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।

এখন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৩৫৩ জনের মধ্যে ১৪৭ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। অন্যদের করোনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার একদিনের ব্যবধানে প্রায় অর্ধেক কমেছে। শনিবার রাতে প্রকাশিত সবশেষ রিপোর্টে ২২৬ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা পজেটিভ হয়। শনাক্তের হার ৩১.৪১ ভাগ। এর আগে গত শুক্রবার রাতে পিসিআর ল্যাবের রিপোর্টে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ছিল ৫৬.৭০ ভাগ। 

গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়। 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা