রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 20-10-2021

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে গতকাল মঙ্গলবার রাতে দুধর্ষ সন্ত্রাসী একরাম হাসান প্রকাশ মাষ্টারকে (২৩) গ্রেফতার করা হয়েছে। তিনি চাকমারকুল ক্যাম্পের মৃত মো. ইউসুফের ছেলে।  

উপজেলার হোয়াইক্যং চাকমারকুল ক্যাম্পের বি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ হোয়াইক্যং চাকমারকুল ক্যাম্পের বি-ব্লকে ৮-১০ জন অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা পালিয়ে যাওয়ার সময় একরামকে একটি দেশীয় তৈরি অস্ত্রসহ (এলজি) গ্রেফতার করতে সক্ষম হয়। 

তিনি আরও জানান, গ্রেফতার একরামের নামে টেকনাফ মডেল থানায় একাধিক মামলা রয়েছে। একরামকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা