খোঁজ মিলছে না দুই কিশোরীর


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 20-10-2021

খোঁজ মিলছে না দুই কিশোরীর

লক্ষ্মীপুরে নাজমা আক্তার ও পপি আক্তার (দুই চাচাতো বোন) নামের সমবয়সী দুই কিশোরীর খোঁজ মিলছে না। গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছে তারা।

বুধবার দুপুর একটার দিকে কমলনগর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে নিখোঁজ কিশোরীদের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

সোমবার ভোরে কমলনগরের চরমার্টিন এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে এখনও ফেরেনি তারা। এ নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে তাদের পরিবারের সদস্যরা। পুলিশ বলছে, তাদের উদ্ধারে কাজ চলছে।

জানা যায়, উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মাঝি বাড়ির শামছুল হকের মেয়ে নাজমা। সে স্থানীয় মুন্সিরহাট আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তার সমবয়সী চাচাতো বোন পপি আক্তার একই বাড়ির নুরুল হকের মেয়ে। সোমবার ভোরে সবার অজান্তে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে এখনও তারা বাড়ি ফেরেনি।

নিখোঁজ নাজমা আক্তারের ভাই সবুজ আলম ও পপির ভাই ফারুক জানান, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তাদের পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, দুই কিশোরীর পরিবারের লোকজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা