দেশে টিকার অভাব নেই: স্বাস্থ্যমন্ত্রী


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-10-2021

দেশে টিকার অভাব নেই: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে বর্তমানে করোনা টিকার অভাব নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, দেশে এখন টিকার অভাব নেই। ২১ কোটি ভ্যাকসিন কেনা আছে। আমাদের হাতে এখন পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি জানান, দেশে ইতোমধ্যে ৬ কোটি ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। আরও ২১ কোটি ডোজের অর্ডার করা হয়েছে। সেগুলো পর্যায়ক্রমে প্রতিমাসেই আসতে থাকবে। প্রতি মাসে তিন কোটি করে টিকা আসছে।

শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে জাহিদ মালেক জানান, এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা পাঠানো হয়েছে। আইসিটি বিভাগ সেই তালিকা তৈরি করছে। এরপরই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা