মাঠেই জবাব দিলেন নাঈম


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-10-2021

মাঠেই জবাব দিলেন নাঈম

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে ওমানের বিপক্ষে একাদশে ফিরে দুর্দান্ত খেলেছেন টাইগার ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। দলীয় ২১ রানের মাথায় দুই উইকেটের পতন হলেও একপ্রান্ত আগলে রাখেন নাঈম। চাপের মুখে থেকে দুর্দান্ত অর্ধশতক হাঁকান তিনি।

শেষ পর্যন্ত ৫০ বলে ৬৪ রান করেন তিনি। এই রান করতে ৩টি চার ও ৪টি ছক্কা হাঁকান নাঈম।

এর আগে বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে একাদশে জায়গা পাননি নাঈম। দলও হেরেছে ৬ রানে। ​নাঈম শেখকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে না দেখে অনেকে বিস্মিত হন।

স্কটিশদের বিপক্ষে দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস দলীয় স্কোরে যোগ করেন মাত্র সমান ৫ রান করে। পরে বাংলাদেশ স্কটল্যান্ডের কাছে হেরে গেলে নাঈমের বাদ পড়াটা আলোচনার ইস্যু হয়ে দাঁড়ায়। সামাজিক যোগামাধ্যমসহ গণমাধ্যমেও নাঈমের বাদ পড়া নিয়ে সমালোচনার ঝড় উঠে। আজকের ম্যাচে মাঠে ফিরে নির্বাচকদের যেন তার জবাবই দিলেন মোহাম্মদ নাঈম শেখ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা