ওমানকে ১৫৪ রানের টার্গেট দিল টাইগাররা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-10-2021

ওমানকে ১৫৪ রানের টার্গেট দিল টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ওমানকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। এদিন নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে মোহাম্মদ নাইম শেখের ব্যাটে ভর করে সব উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে বাংলাদেশ। 

ম্যাচের শুরুতে মাত্র ২১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে ধীরে ধীরে খেলায় ফেরে মাহমুদউল্লাহ’র দল। এদিন মোহাম্মদ নাইম শেখ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ দল। 

এরপর দুর্দান্ত এক থ্রোয়ে সাকিবকে সাজঘরে ফেরান ওমানের আকিব ইলিয়াস। সাজঘরে ফেরার আগে সাকিব ২৯ বলে ৪২ রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দেন।

শেষের দিকে বাংলাদেশের ব্যাটাররা একের পর এক উইকেট খোয়াতে থাকেন। এদিন মেহেদী হাসান, নুরুল হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম ও মোহাম্মদ সাইফউদ্দিন- কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

অন্যদিকে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ ১০ বল খেলে ১৬ রান করে বিলাল খানের বলে বোল্ড আউট হয়ে যান। এরপর মোস্তাফিজুর রহমান দলে দুই রান যোগ করে ম্যাচের শেষ বলে বিলাল খানের বলে ক্যাচ আউট হন। 

এদিন দলের হয়ে সর্বোচ্চ ৫০ বলে ৬৪ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নাইম শেখ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা