নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বাল্কহেড কর্মচারীর মরদেহ উদ্ধার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-10-2021

নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বাল্কহেড কর্মচারীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজংয়ের নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর পদ্মা নদী থেকে সাঈদ গাজী (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে পদ্মা সেতুর ৩ নম্বর পিলারের কাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের মিয়া জানান, সোমবার সন্ধ্যায় বালুবাহী একটি বাল্কহেড মাওয়ায় নোঙর করা ছিল। এ সময়ে বাল্কহেডের রশি ছিঁড়ে গেলে সাঈদ গাজী নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে মঙ্গলবার দুপুরে পদ্মা সেতুর ৩ নম্বর পিলারের কাছ থেকে মৃতদেহ উদ্বার করা হয়েছে।

নিহত সাঈদ গাজী বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার জালির চর গ্রামের মৃত আয়নাল গাজীর ছেলে। তিনি ওই বাল্কহেডের লস্কর হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা