গাইবান্ধায় র‌্যাবের হাতে ভুয়া র‌্যাব গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-10-2021

গাইবান্ধায় র‌্যাবের হাতে ভুয়া র‌্যাব গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে এনামুল হক (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল সোমবার রাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার এনামুল নিজেকে দীর্ঘদিন ধরে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির সাথে প্রতারণাসহ চাঁদাবাজি করে আসছিল। এমন অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। এনামুল হকের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার পাঠানপাড়া গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল ভুয়া র‌্যাব পরিচয়ে বিভিন্নভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা