২৬ মাস পর বরগুনায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-10-2021

২৬ মাস পর বরগুনায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

বরগুনায় ২ বছর ২ মাস পরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১ টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। 

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বরগুনার ২৫০ শয্যার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া, চেম্বার অব কমার্স সভাপতি জাহাঙ্গীর কবির, মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, আ. রশিদ, আ. মোতালেব মৃধা, সাংবাদিক মনির কামাল, জাফর হাওলাদার, ব্যবস্থাপনা কমিটির সদস্য মাওলানা আলতাফ হোসেন, অ্যাড. আনিচুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

বরগুনা জেনারেল হাসপাতালের নতুন ভবন হলেও এখনো আসবাবপত্র আসেনি, ৪২ জন চিকিৎসকের মধ্য আছেন ৫ জন, ৮৫ জনের স্থানে ৩৮ জন নেই। ২৫০ শয্যার হাসপাতালে সুইপার মাত্র ১ জন। হাসপাতালের পুকুর দখল করে আছে বহিরাগতরা, লিফট আছে কিন্তু লিফটম্যান নেই। ২৫০ শয্যার হাসপাতালে খাবার বরাদ্দ ১শ' শয্যার। এসব সমস্যা নিয়ে সদস্যরা সভায় আলোচনা করেন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা