ইথিওপিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-10-2021

ইথিওপিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

সমগ্র ইথিওপিয়াতে ১২ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এদিন রাষ্ট্রীয় ছুটির দিন পালন করা হয়। 

দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, আদ্দিস আবাবার পক্ষ থেকে স্থানীয় একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির স্থানীয় ইথিওপিয়ান ও দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এছাড়াও দূতাবাসের রাষ্ট্রদূতের সভাপতিত্বে এক আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় রাষ্ট্রদূত বলেন, ইসলাম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ মেনে চলা এবং এ আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও উন্নয়নের ধারা সুদৃঢ় করা যাবে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা