ওয়াশিংটন ডিসিতে শেখ রাসেল দিবস উদযাপিত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-10-2021

ওয়াশিংটন ডিসিতে শেখ রাসেল দিবস উদযাপিত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যথাযোগ্য মর্যাদায় গতকাল সোমবার বাংলাদেশ দূতাবাস শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে 'শেখ রাসেল দিবস’ উদযাপন করেছে।

শেখ রাসেলকে স্মরণ করে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ রাসেলসহ ১৯৭৫ এর ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শেখ রাসেলের স্মৃতি অবলম্বনে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেখ রাসেল এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের নারকীয় হামলায় শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা