খুলনায় পাঁচ হাসপাতালে ফের মৃত্যু ৫ এর নিচে


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-08-2021

খুলনায় পাঁচ হাসপাতালে ফের মৃত্যু ৫ এর নিচে

খুলনা জেলায় দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যু সংখ্যা ৫ এর নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৯টা) খুলনার পাঁচটি হাসপাতালে করোনায় চিকিৎসাধীন রোগীর মধ্যে চার জন মারা গেছেন। এর মধ্যে দুই জনের বাড়ি খুলনায়। বাকি একজনের বাড়ি গোপালগঞ্জ ও অন্যজনের বাড়ি বাগেরহাট জেলায়। এতে স্বস্তি ফিরেছে স্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যে। 

এর আগে ৩১ জুলাই খুলনার হাসপাতালে চার জন করোনায় মারা যায়। যাদের সকলে খুলনা নগরী ও জেলার বাসিন্দা। জানা যায়, ৩০ জুলাই খুলনার হাসপাতালে আট জন, ২৯ জুলাই করোনায় ১৫ জন, ২৮ জুলাই ৯ জন ও ২৭ জুলাই ৯ জন মারা যায়।

গত ২৪ ঘণ্টায় খুলনার ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনার সোনাডাঙ্গার আহসান হাবিব (৩৫), ডুমুরিয়ার শৈবালানী (৭৫), বাগেরহাট মোল্লাহাট মামুনলাল গাইন (৭৫) এবং আবু নাসের হাসপাতালে মারা গেছেন গোপালগঞ্জ গোবরার ফয়জুল চৌধুরী (৫০),   

এদিকে বর্তমানে খুলনার ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ৩৫২ জন। গতকাল খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগর ও জেলার ৩৬৭ জনের মধ্যে ৯৫ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাট ১ ও পিরোজপুরের ১ জন করোনা শনাক্ত হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা