বিইউপিতে শেখ রাসেল দিবস পালিত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-10-2021

বিইউপিতে শেখ রাসেল দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষ্যে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ (এফবিএস) এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেন, বিজিবিএম (বার), পিএইচডি এর সার্বিক তত্ত্বাবধানে দিবসটি পালিত হয়।

এসময় বিইউপি ক্যারিয়ার ক্লাব জামিয়া মাদানিয়া আরাবিয়া আলুব্দি মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা