টিকা নিতে অস্বীকার করায় কোচকে বহিষ্কার করেছে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-10-2021

টিকা নিতে অস্বীকার করায় কোচকে বহিষ্কার করেছে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি

মহামারী করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে অস্বীকার করায় ফুটবল কোচ নিক রোলোভিচকে বহিষ্কার করেছে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি। শুধু তাকেই নয়, তার সহযোগীকেও বহিষ্কার করা হয়েছে। নিকের বার্ষিক আয় ছিল ৩.১ মিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সকল কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করা হয়েছে। না নিলে চাকরিচ্যুত করারও বিধান রাখা হয়েছে। 

নিক ধর্মীয় কারণে টিকা নিতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তার এ অজুহাত আমলে নেননি বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিকস বিভাগের পরিচালক প্যাট চুন।

ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির ৯০ ভাগ কর্মচারী ও ৯৭ ভাগ শিক্ষার্থী এরইমধ্যে করোনা টিকা নিয়েছেন। 

সূত্র : বিবিসি


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা