সাইবেরিয়ায় পুতিনের অবকাশযাপন, এবার সুযোগ পাচ্ছে ভক্তরা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-10-2021

সাইবেরিয়ায় পুতিনের অবকাশযাপন, এবার সুযোগ পাচ্ছে ভক্তরা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাইবেরিয়ায় কিছুদিন অবকাশ কাটিয়েছেন। সেসময় তিনি মাছ শিকার করেছেন এবং বিভিন্ন স্থান ঘুরেছেন। এবার জানা গেল তার ভক্তরাও একইভাবে সেখানে ছুটি কাটাতে পারবেন। দেশটির সাধারণ মানুষের ব্যাপক আগ্রহের কারণে এবার সেসব স্পটে ভ্রমণ চালু করতে যাচ্ছে রুশ ট্রাভেল এজেন্সি রসটুরিজম। 

সম্প্রতি দেশটির পার্লামেন্ট নির্বাচনে দলের বড় জয়ের পর ভ্লাদিমির পুতিন সাইবেরিয়ার দুর্গম অঞ্চলে কিছুদিন ছুটি কাটান। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা যায় পুতিন কখনও মাছ ধরছেন, কখনও শিকার করছেন, তো কখনও বিস্তীর্ণ তৃণভূমিতে হাইকিং করছেন। এই অভিযানে পুতিনের সঙ্গী ছিলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। 

পুতিন বরাবরই যেসব স্থানে ছুটি কাটান সেগুলো নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই ব্যক্তির মত করে এবার অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন তার ভক্তরা।  

ট্রাভেল এজেন্সি রসটুরিজম পুতিনের প্রিয় হলিডে স্পটগুলোতে ভ্রমণ চালু করছে। এজেন্সির প্রত্যাশা, এবার লাখো পর্যটক রাশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য্যের স্থানগুলো দেখতে পাবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা