তারাকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-10-2021

তারাকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

ময়মনসিংহের তারাকান্দায় কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির একটি বাসের সাথে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের কোদালধর বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির বাসটি শেরপুর থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল। আর ট্রাকটি ময়মনসিংহ থেকে ফুলপুরের দিক আসছিল। পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হয়েছে বলে জানা যায়। 

এবিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৫-৬ জন আহত হয়েছে। কোন নিহত নেই। এদের মধ্যে গুরুতর ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর বাকিরা আশপাশের ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়িতে চলে গেছে। 

সকাল ১১টায় মোবাইলে তিনি আরো জানান, তাদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা