সিংগাইরে বহিষ্কৃত যুবলীগ নেতার নেতৃত্বে হিন্দু বাড়িতে হামলা, লুটপাট


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-10-2021

সিংগাইরে বহিষ্কৃত যুবলীগ নেতার নেতৃত্বে হিন্দু বাড়িতে হামলা, লুটপাট

সিংগাইরে বহিষ্কৃত এক যুবলীগ নেতার নেতৃত্বে একটি সংখ্যালঘু বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামে এ ঘটনা ঘটে। ঐ ঘটনায় বাড়ির গৃহকর্তা রতন বিশ্বাসের স্ত্রী শুকলা বিশ্বাস (৪০) গতকাল সোমবার থানায় অভিযোগ দায়ের করেন। এতে আসামি করা হয়েছে জামশা ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সভাপতি সাদ্দাম হোসেন মোল্যা (৩০) গংদের বিরুদ্ধে।

এর আগে ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর রাতে সাদ্দামকে তার সহযোগী শাহিনের ঘর থেকে ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। যে কারণে ঐ সময় দল তাকে সভাপতির পদ থেকে বহিষ্কার করে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

শুকলা বিশ্বাস এজাহারে উল্লেখ করেন, সাদ্দামের নেতৃত্বে ৩৫-৪০ জন নারী ও পুরুষ পরিকল্পিতভাবে রবিবার সকালে তাদের হত্যা করার উদ্দেশ্যে বসতঘরে ঢুকে মারধর করে। আলমারি ভেঙে ১০-১২ ভরি স্বর্ণ ও নগদ ২৫ হাজার টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে। এ সময় তাদের হাতে রাম দা, শাবল, বঁটি ও দা ছিল। ওদের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচানোর জন্য তারা দৌড়ে পাশের বাড়ি সাঈদ আলীর বাড়িতে আশ্রয় নেয়। এ সময় তার স্বামী রতন বিশ্বাস, ছেলে সজিব বিশ্বাস (২৫) ও শাশুড়ি উষা রানী (৭০) আহত হন।

হামলাকারীরা তাদের বাড়ির বিভিন্ন গাছ কেটে ফেলে এবং ঘরের জানালা, দরজা ও পাকা বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে। তাদের আশ্রয়দাতা সাঈদ আলী ও তার স্ত্রী বলেন, সাদ্দামসহ বৃষ্টি আক্তার দা দিয়ে রতনের ছেলে সজীবকে ধাওয়া করলে আমার ঘরে ঢুকে ভেতর থেকে গেট লাগিয়ে দেওয়ার ফলে সজীব প্রাণে বেঁচে যায়। শুকলার স্বামী রতন বিশ্বাস বলেন, হামলাকারীরা চলে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা