বেপরোয়া বাহাদুর শাহ মিনিবাস বাসের ধাক্কায় আহত জবির দুই সহকারী প্রক্টর


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-10-2021

বেপরোয়া বাহাদুর শাহ মিনিবাস বাসের ধাক্কায় আহত জবির দুই সহকারী প্রক্টর

পুরান ঢাকার ব্যস্ততম সড়কে বেপরোয়া বাহাদুর শাহ পরিবহন নামের মিনিবাস। কিছু অসাধু পরিবহন ব্যবসায়ী রাস্তায় নামিয়েছে এ সব অবৈধ পরিবহন। বেপরোয়া গতিতে এ সব মিনিবাস চলাচলের কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। সোমবার বাহাদুর শাহ পরিবহনের গাড়ির ধাক্কায় আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর। এ ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন এবং মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী নূর হোসেন মুকুল রিকশায় করে ক্যাম্পাসে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পৌঁছালে বাহাদুর শাহ পরিবহনের একটি গাড়ি তাদের রিকশায় ধাক্কা দেয়। এ ঘটনায় রিকশার চালক ও দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান। এর পর গাড়িচালক জুয়েল মিয়া বেপরোয়া গতিতে চলে যেতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত থাকা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক নাহিদ ইসলাম গাড়িটি আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে গাড়িচালককে আনা হয়। তার লাইসেন্স দেখাতে বলা হলে না দেখাতে পারায় পুলিশের কাছে হস্তান্তর করা হ

নাহিদ ইসলাম বলেন, গাড়িসহ চালককে আটক করা হয়েছে। গাড়ির কাগজপত্র ও চালকের লাইসেন্স পরীক্ষা শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সরেজমিন দেখা যায়, বাহাদুর শাহ পরিবহনের তালিকাভুক্ত গাড়ির সংখ্যা ১০৯। পুরান ঢাকার সদরঘাট-যাত্রাবাড়ী-ডেমরা, সদরঘাট-বাবুবাজার এবং সদরঘাট-জুরাইন এই তিন রুটে ৭৫টি গাড়ি নিয়মিত চলাচল করে। তার মধ্যে সদরঘাট-যাত্রাবাড়ী-ডেমরা রুটে ৩৫টি, সদরঘাট-বাবুবাজার রুটে ২০টি এবং সদরঘাট-জুরাইন রুটে ২০টি গাড়ি চলাচল করে।

অভিযোগ আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর নিজস্ব গাড়ি আছে বাহাদুর শাহ পরিবহনে। এছাড়া সাবেক ছাত্রনেতাদের বেশ কয়েকটি গাড়ি এ সব রুটে যাতায়াত করে। পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দলীয় কোটায় চাকরি পাওয়া কিছু কর্মকর্তা-কর্মচারী ও সাবেক ছাত্রনেতাদের মদতে পুরান ঢাকার রাস্তায় ‘বাহাদুর’ হয়ে উঠেছে বাহাদুর শাহ পরিবহন।

য়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা