নয়া দিল্লিতে এক দশকে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-10-2021

নয়া দিল্লিতে এক দশকে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

ভারতের রাজধানী নয়া দিল্লিতে গত এক দশকের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। টানা ২৪ ঘণ্টার প্রবল বর্ষণে দিল্লির রাস্তাঘাট তলিয়ে গেছে। জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ভারতের আবহাওয়া বিভাগ বলছে, দিল্লির দক্ষিণাঞ্চলীয় সফদারজং এলাকায় সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ৮৫ মিলিমিটার ও পালামে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। যা এক দশকে সর্বোচ্চ। এর আগে ১৯৫৪ সালে দিল্লিতে ১৭২.৭ মিলিমিটার বৃষ্টি হয়। উত্তর প্রদেশ এবং হরিয়ানাতেও শুরু হয়েছে ভারী বর্ষণ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা