মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২০০পিস ইয়াবাসহ ব্যবসায়ি গ্রেফতার।


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-10-2021

মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২০০পিস ইয়াবাসহ ব্যবসায়ি গ্রেফতার।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-র)বিশেষ অভিযানে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার। অদ্য ১৮/১০/২০২১খ্রিঃ রাত অনুমান ১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোঃ শাহিন মিয়া,পুলিশ পরিদর্শক জনাব দেবাশীষ সরকার দ্বয়ের নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) নূর মোহাম্মদ তাপাদার,কনস্টেবল/২৫৬ ফরিদ উদ্দিন,কনস্টেবল/২৯৭ আব্দুর রাজ্জাক, কনস্টেবল/৩০৪ আঃ সামাদ-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি দক্ষিণ সুরমা থানাধীন হেলেনা টাওয়ার সেইফ ডেন্টার কেয়ারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ হাসান আহমদ (৩০), পিতা- মৃত আসাহিদ আলী,মাতা-কুলসুমা বেগম, সাং- পূর্ব কসকনকপূর, নয়াগ্রাম, ডাক- ব্রাহ্মণগ্রাম, থানা- জকিগঞ্জ,জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে দুইটি এয়ার টাইট জিপারে রক্ষিত অবস্থায় মোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সিলেট জকিগঞ্জ থানার মনতলী গ্রামের জনৈক জলুর নিকট হতে উক্ত ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে ক্রয় করে ঘটনাস্থল এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসে এবং সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে। ব্যবসায়ী গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন মহানগর ডিবির ওসি শাহিন মিয়া। উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা