নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বরিশালে সমাবেশ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-10-2021

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বরিশালে সমাবেশ

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, গ্রামসহ সর্বত্র ওএমএস ও রেশনিং চালু এবং সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটির উদ্যোগে সোমবার সকাল সাড়ে ৯ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা বাম গণতান্ত্রিক জোটের সভাপতি অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক শাহ্ আজিজুর রহমান, জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবীব রুমন, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, আরিফুর রহমান মিরাজ, কমরেড সাইদুর রহমান, জাফর আহমেদ তালুকদার ও হারুন অর রশিদ প্রমুখ।

বক্তারা নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও গ্রামসহ সর্বত্র ওএমএস ও রেশনিং চালুর দাবি জানান। একই সাথে দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলায় জড়িতদের কঠোর বিচার দাবি করেন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা