পূজা মণ্ডপে হামলার প্রতিবাদ জানালেন চবি শিক্ষক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-10-2021

পূজা মণ্ডপে হামলার প্রতিবাদ জানালেন চবি শিক্ষক

হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনলয়ে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আতিকুর রহমান।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্যের সামনে চোখে কালো কাপড় বেঁধে একাই এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

আতিকুর রহমান জানান, কয়েকদিন ধরে হিন্দু সম্প্রদায়ের ওপর যে হামলা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে এটার প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তাদের ওপর যে হামলা হয়েছে দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া এবং হিন্দু সম্প্রাদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা