যশোরের শার্শায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার।


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-10-2021

যশোরের শার্শায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার।

যশোরের শার্শা সীমান্ত থেকে ১টি নাইম এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা। সোমবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার গোগা সীমান্ত থেকে এ চালানটি উদ্ধার করা হয়। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের সুবেদার সালে আহম্মেদ জানান, অস্ত্র পাচারের গোপন খবরে, গোগা বিওপির টহল কমান্ডার হাবিলদার দবির উদ্দিনের নেতৃত্বে উপজেলার কালিয়ানী মাঠের মধ্যে থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মনজুর-ই-এলাহি সংবাদকর্মীদের বলেন, উদ্ধারকৃত অস্ত্র-গুলি, ম্যাগজিন ও ফেন্সিডিল গোগা ক্যাম্পে জমা রয়েছে। পরবর্তীতে এগুলো শার্শা থানায় জমা দেয়া হবে বলে জানান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা