চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেল দিবস উদযাপিত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-10-2021

চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেল দিবস উদযাপিত

শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্যে নিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল-এর ৫৮তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস।

এ উপলক্ষে আজ সোমবার সকাল ৭টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নেতৃত্বে সর্বস্তরের মানুষ শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।

পরে সকাল ৯টায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সকাল ৭টায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নূর-উর রহমান ও জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের নেতৃত্বে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সকাল ৯টায় সেখানে কেক কাটা, আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।


সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)