১৮ বছর পর বিশ্বকাপ মঞ্চে নামিবিয়া


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-10-2021

১৮ বছর পর বিশ্বকাপ মঞ্চে নামিবিয়া

২০০৩ ওয়ানডে বিশ্বকাপে শেষবার বিশ্বকাপ খেলেছিল নামিবিয়া। বর্তমান অধিনায়ক গেরহাড ইরাসমাস তখন ৭ বছরের শিশু। ১৮ বছর পর ফের বিশ্বকাপ মঞ্চে খেলার সুযোগ পেল নামিবিয়া।

আবুধাবি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে ইরাসমাসের দল।

সুপার টুয়েলভে উঠতে গ্রুপ ‘এ’ তে চার দলের মধ্যে পরিষ্কার ফেভারিট শ্রীলঙ্কা। বাকি দুই দলের আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস বিশ্বকাপে নিয়মিত। তাই সে হিসেবে শক্তিমত্তায় তাদের থেকে বেশ পিছিয়ে নামিবিয়া। তবে আগের সাফল্যকে পেছনে ফেলে রূপকথার গল্প লিখতে চায় আফ্রিকান দলটি। সে যাত্রায় অধিনায়ক ইরাসমাসের পাশাপাশি প্রত্যাশার চাপ থাকবে ডেভিড ভিজের। একসময়ে দক্ষিণ আফ্রিকা হয়ে নিয়মিত খেলা এই অলরাউন্ডার বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে নামিবিয়ার।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা